জিহাদ-কিতাল:ফাতওয়া  নং  ১১৬

বর্তমান প্রেক্ষাপটে ইদাদের ফরযটি কীভাবে আদায় করব?

বর্তমান প্রেক্ষাপটে ইদাদের ফরযটি কীভাবে আদায় করব?

বর্তমান প্রেক্ষাপটে ইদাদের ফরযটি কীভাবে আদায় করব?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

আমি আলহামদুলিল্লাহ ইদাদ সম্পর্কে সাধারণ ধারণা লাভ করেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কীভাবে এই অতি গুরুত্বপূর্ণ ফরজ আমলটি করব, তা বুঝতে পারছি না। তাই আপনাদের শরণাপন্ন হলাম। এ নিয়ে বিস্তারিত আলোচনা পেশ করার অনুরোধ রইল।

প্রশ্নকারী-নাইম আল হিন্দি

উত্তর:

বর্তমান যুগে জিহাদের গণ্ডি অনেক বিস্তৃত এবং শাখা প্রশাখাও অনেক। দাওয়াতি কার্যক্রম থেকে শুরু করে সামরিক, মিডিয়া, আইটি ইত্যাদি যত ধরনের বিভাগ জিহাদের জন্য আবশ্যক, সবগুলোই ই’দাদের অন্তর্ভুক্ত। তদ্রূপ ঈমান আকিদা দুরস্ত করা, আমল পরিশুদ্ধ করা, সবর ও তাওয়াক্কুলের প্রশিক্ষণ নেয়া, পরস্পর ভ্রাতৃত্ববোধ নিয়ে জামাতবদ্ধ হওয়া, প্রয়োজনীয় মাসায়েল ও ইলম শিক্ষা করাও ই’দাদের অন্তর্ভুক্ত।

সমষ্টিগতভাবে মুসলিমদের ওপর জিহাদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার প্রস্তুতি ফরয হলেও; আলাদা আলাদা প্রত্যেক ব্যক্তির ওপর সব ধরনের প্রস্তুতি ফরয নয়। বরং এখানে কিছু বিষয় আছে, যেগুলোতে ভাগ হতে পারে এবং হওয়া জরুরিও। সুতরাং যিনি জিহাদের যে অংশের দায়িত্ব আঞ্জাম দিবেন, তার জন্য সেই অংশের প্রস্তুতি নেয়া জরুরি। তবে এই ভাগটি হবে ব্যক্তির যোগ্যতা ও কাজের প্রয়োজনের সঙ্গে সমন্বয় করে। এ ব্যাপারে সিদ্ধান্ত দিবেন জামাতের আমির। সুতরাং যাদের পক্ষে জিহাদের জন্য জামাতবদ্ধ হওয়া সম্ভব, তাদের মধ্যে কে কোন প্রকারের প্রস্তুতি গ্রহণ করবে, সে বিষয়ে আমিরের সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে এবং সে অনুযায়ী তাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যারা জামাতবদ্ধ হতে পারছেন না, তারা শরীর চর্চার সর্বোচ্চ যতটুকু সম্ভব তা করতে পারেন, জিহাদ ও কিতাল বিষয়ক আয়াত ও হাদীস এবং নির্ভরযোগ্য সূত্র থেকে সেগুলোর তাফসীর ও ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট মাসায়েলগুলো পড়তে পারেন। জিহাদের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। এছাড়াও এবিষয়ে বিজ্ঞ কারো শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে পারেন। বিশেষত মুজাহিদীনে কেরাম এ ব্যাপারে যথেষ্ট নির্দেশনা দিয়েছেন। যতদিন কোনো হক তানজিমে যুক্ত হতে না পারছেন, সেগুলো অনুসরণ করতে থাকুন। এবিষয়ে আপনি ৩৮ নং ফতোয়াটি জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার হুকুম কী?

এবং “কীভাবে অনলাইনে জিহাদি সংগঠনে যুক্ত হবেন?” শিরোনামের লেখাটি ( https://tinyurl.com/y2shxggp ) পড়লে আরো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৫-০৩-১৪৪২ হি.

২২-১০-২০২০ ইং

Related Articles

Back to top button