পবিত্রতা-ওযু-গোসলফাতওয়া  নং  ৫২৯

মোজা উপর মাসহের মেয়াদ শেষ হলে করণীয়

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

মোজা পরিধানের পর মাসহের সময়সীমা অতিবাহিত হয়ে গেলে করণীয় কী? এক্ষেত্রে অযু থাকলে মোজা খুলে শুধু দুই পা ধৌত করলেই যথেষ্ট হবে? নাকি অন্য অঙ্গসহ পুরো অযু করতে হবে?

-আবদুল খালিক

উত্তর: এক্ষেত্রে অযুর সব অঙ্গ ধৌত করতে হবে না; বরং মোজা খুলে দুই পা ধৌত করলেই হয়ে যাবে। তবে নতুন করে পূর্ণ অযু করে নেয়া উত্তম। -ফতোয়া শামি, দারুল ফিকর: ১/২৭৬; ফাতহুল কাদীর, আশরফিয়া: ১/১৫৫

 

فقط، والله تعالى أعلم بالصواب.

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৫-০৫-১৪৪৬ হি.

২৮-১১-২০২৪ ঈ.

Related Articles

Back to top button