পবিত্রতা-ওযু-গোসলফাতওয়া  নং  ৬০৪

সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করার বিধান 

 প্রশ্ন: বাথরুমে গোসল করার সময় পুরো শরীরে ভালোভাবে পানি পৌঁছানোর জন্য অনেক সময় পরনের কাপড় খুলে নিতে হয়। জানার বিষয় হলো–এভাবে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করার কী হুকুম?

মুহাম্মাদ মিজান

উত্তর: কাপড়ে নাপাক থাকলে সুন্নত হলো, গোসল শুরুর আগে কাপড় ও শরীরের নাপাকি ধুয়ে নেয়া এবং অজু করা। এরপর কাপড় পরা অবস্থায় গোসল করা। সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা মাকরূহ। -জামে তিরমিযী: ২৭৬৯; উমদাতুল কারী: ৩/২২৮ (দারু ইহয়াইত তুরাসিল আরবী); মিরকাতুল মাফাতীহ: ২/৪৩১ (দারুল ফিকর); হেদায়া: ১/১৯ (দারু ইহয়াইত তুরাসিল আরবী); রদ্দুল মুহতার: ১/১৫৭ (দারুল ফিকর)

والله تعالى أعلم بالصواب

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২২-০৪-১৪৪৭ হি.
১৫-১০-২০২৫

Related Articles

Back to top button