কুরবানীর জন্য মান্নত করা পশু কি জিহাদের ফাণ্ডে দান করা যাবে?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্নঃ
কুরবানীর জন্য মান্নত করা পশু কি জিহাদের ফাণ্ডে দান করা যাবে?
প্রশ্নকারী- জামিল, মোমেনশাহী
উত্তরঃ
পশু কুরবানীর মান্নত করলে তা কুরবানী করাই আবশ্যক। কুরবানী না করে পশু বা তার মূল্য জিহাদে বা অন্য কোনো দ্বীনি খাতে দান করলে মান্নত আদায় হবে না। হ্যাঁ, কোনো জিহাদি সংগঠনে যদি কুরবানী করার ব্যবস্থা থাকে এবং তারা আপনার পক্ষ থেকে আপনার মান্নতের পশুটি কুরবানী করে তা মান্নতের খাতে ব্যয় করেন, তাহলে তা দ্বারা আপনার কুরবানীর মান্নত আদায় হয়ে যাবে এবং এতে আপনি একই সঙ্গে মান্নতের পাশাপাশি জিহাদের পথে ব্যয় করার সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। -দেখুন রদ্দুল মুহতার: ৬/৩৩৩
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৮-১১-১৪৪৩ হি.
২৯-০৬-২০২২ ঈ.