জুমআফাতওয়া  নং  ৬১০

জুমআর নামায ফরয? না, ওয়াজিব?

প্রশ্ন: জুমআর নামাযের শরঈ অবস্থান কী—এটি ফরয, না ওয়াজিব? আমাদের এলাকায় এ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। কেউ বলছেন, ফরয। কেউ বলছেন, ওয়াজিব।
-উসমান গণী

উত্তর: জুমআর নামায ফরয। যেসব কিতাবে এটিকে ওয়াজিব বলা হয়েছে, সেগুলোতেও ওয়াজিব দ্বারা ফরয উদ্দেশ্য। ফিকহের কিতাবগুলোতে অনেক ক্ষেত্রেই ফরয অর্থে ওয়াজিব শব্দটি ব্যবহৃত হয়। –ফাতহুল কাদীর: ২/৪৯ (ইলমিয়্যাহ); আল-বাহরুর রায়েক: ২/১৫০ (দারুল কিতাবিল ইসলামী); রদ্দুল মুহতার: ২/১৩৬ (দারুল ফিকর)

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৪-০৭-১৪৪৭ হি.
২৫-১২-২০২৫ ঈ.

Related Articles

Back to top button