গোসল ফরয অবস্থায় আদায়কৃত নামাযের হুকুম
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
এক ব্যক্তি ঘুম থেকে উঠে অভ্যাস মতো ফরয নামায আদায় করে নেয়। নামাযের ওয়াক্ত শেষ হওয়ার পর বুঝতে পারে, তার উপর গোসল ফরয হয়েছিলো। তার ওই নামাযের হুকুম কী?
-আবদুল্লাহ
উত্তর:
তার ওই নামায সহীহ হয়নি। পবিত্র হওয়ার পর উক্ত নামাযের কাযা আদায় করতে হবে। -সহীহ মুসলিম: ১/২০৪ (দারু ইহইয়ায়িত তুরাস); মুসান্নাফ আব্দুর রাযযাক: ২/৩৫১ (আল-মাকতাবুল ইসলামী); মুসান্নাফ ইবনে আবী শাইবাহ: ৩/৪৭১ (দারুল কিবলাহ); মাজমুউল ফাতাওয়া: ২২/৯৯ (মাজমাউল মালিক ফাহাদ); রদ্দুল মুহতার: ১/২১৯ (দারুল ফিকর)
আরও দেখুন ফাতওয়া ২৭৪ : ভুলে ফরয গোসল ছুটে গেলে কি সালাত হবে?
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৩-০৫-১৪৪৫ হি.
০৮-১২-২০২৩ ঈ.