রুকু-সেজদায় অক্ষম হলে কীভাবে নামায পড়বে?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্নঃ
কোমরে ব্যথা থাকার কারণে আমি স্বাভাবিকভাবে রুকু-সেজদা করতে পারি না। এখন আমার জন্য কি দাঁড়িয়ে ইশারায় নামায পড়া উত্তম, না বসে ইশারায় পড়া উত্তম?
-আবু আব্দুল্লাহ
উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
আপনাকে দাঁড়িয়ে ইশারায় নামায পড়তে হবে। কারণ নামাযে ‘কিয়াম’ তথা দাঁড়ানো ফরয। সক্ষম হওয়া সত্ত্বেও একটি ফরয বাদ দিয়ে; বসে নামায পড়া যাবে না। যদিও হানাফী মাযহাবের একটি মত অনুযায়ী এ অবস্থায় বসে নামায পড়ার কথা আছে, কিন্তু সেটি দলীলের দিক থেকে অগ্রগণ্য নয়। -সহীহ বুখারী: ২/৪৮ হাদীস নং: ১১১৭, দারু তাওকীন নাজাহ; আত-তামহীদ: ১/১৩৫, ওযারাতুল আওকাফ, মরক্কো; ফাতহুল কাদীর: ২/৬, দারুল ফিকর, বৈরুত; আন-নাহরুল ফায়েক: ১/৩৩৭, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত; ইলাউস সুনান: ৭/২০৩, ইদারাতুল কুরআন, করাচি।
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
১৭-৭-৪৪
০৯-২-২৩
আরও পড়ুনঃ মবিল যুক্ত কাপড় পরে নামায আদায়ের বিধান