বিবিধফাতওয়া  নং  ৫৭৫

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক মক্তবের প্রতারণা প্রসঙ্গে

প্রশ্ন: ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন মসজিদের জন্য যে মক্তব চালু আছে তার জন্য শর্ত হলো, কমপক্ষে ২৫ জন ছেলেমেয়ে থাকতে হবে। আমাদের মসজিদের মক্তবে শিক্ষার্থী আছে ৮/১০ জন কিন্তু হাজিরা খাতায় দেখানো আছে ২৫ জন। যিনি তদন্ত করতে আসেন তাকে চা পানি খাইয়ে দিলে তিনি লিখে দেন, সব ঠিকঠাক আছে। প্রশ্ন হচ্ছে, এ অবস্থায় আমরা সরকার থেকে প্রতি মাসে যে বেতন পাই, এটা কি আমাদের জন্য জায়েয হচ্ছে?

-মুহাম্মদ আব্দুর রহমান

উত্তর: এভাবে পূর্ণ কাজ না করে ঘুষ দিয়ে বেতন নেয়া সম্পূর্ণ নাজায়েয এবং প্রতারণার শামিল। -আহকামুল কুরআন (জাসসাস): ১/৩০৪; সুনানে আবু দাউদ: ৩৫৮০; মাআলিমুস সুনান: ৪/১৬১; বাজলুল মাজহুদ: ১/৩৫৯; ১১/৩০৬; মাবসুতে সারাখসী: ৫/২২১; আল-মাউসুআতুল ফিকহিয়্যা: ৩৪/২৪৫

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৭-০১-১৪৪৭ হি.
০৩-০৭-২০২৫ ঈ.

Related Articles

Back to top button