বিবিধফাতওয়া  নং  ১৯৭

নেটওয়ার্ক কোম্পানির সার্ভার থেকে তাদের অনুমতি ছাড়া ডাটা ব্যবহারের হুকুম কী?

নেটওয়ার্ক কোম্পানির সার্ভার থেকে তাদের অনুমতি ছাড়া ডাটা ব্যবহারের হুকুম কী?

নেটওয়ার্ক কোম্পানির সার্ভার থেকে তাদের অনুমতি ছাড়া ডাটা ব্যবহারের হুকুম কী? 

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন: 

বিশেষ কোনো সফটওয়্যার বা এপসের মাধ্যমে কোনো নেটওয়ার্ক কোম্পানির সার্ভার থেকে তাদের অনুমতি ছাড়া ডাটা ব্যবহার করা কিংবা ভিন্ন সার্ভার দেখিয়ে নির্দিষ্ট সার্ভারের ডাটা কম রেটে ব্যবহার করা যাবে কি না?

এক্ষেত্রে ব্যক্তিগত কাজে ব্যবহার এবং দ্বীনের কাজে ব্যবহারের হুকুম কি একই হবে? না, ভিন্ন হবে? এবং মুসলিম দেশ ও অমুসলিম দেশের মাঝে কোনো পার্থক্য হবে কি না? জানালে অনেক উপকৃত হবো।

প্রশ্নকারী

আবদুল্লাহ মুহাম্মাদ

উত্তর:

কোম্পানির মালিক যদি মুসলিম হয়ে থাকে, তাহলে অনুমতি ছাড়া তাদের ডাটা ব্যবহার করা যাবে না। কেননা মুসলিমের সম্পদ সম্পূর্ণ নিরাপদ। সে মুসলিম দেশে থাকুক বা অমুসলিম দেশে; তার সন্তুষ্টি ব্যতীত তার কোন সম্পদ ব্যবহার করা জায়েয নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

لا يحل مال امرئ مسلم إلا بطيب نفس منه. -رواه أحمد (20695) وقال الحافظ ابن الملقن في البدر المنير (6/693) : هذا الحديث مروي من طرق: ……… قال البيهقي: ……. وإذا ضم بعضه إلى بعض صار قويا».

“কোন মুসলিমের সন্তুষ্টি ব্যতীত তার সম্পদ বৈধ নয়।” -মুসনাদে আহমদ: ২০৬৯৫

 

আর কোম্পানিটির মালিকানা যদি কোনো হারবি কাফেরের হয়ে থাকে, তবে অনুমতি ছাড়া তাদের ডাটা ব্যবহার করা এবং ভিন্ন সার্ভার দেখিয়ে নির্দিষ্ট সার্ভারের ডাটা কম রেটে ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এটা দ্বীনি কাজের জন্য যেমন জায়েয, ব্যক্তিগত কাজের জন্যও জায়েয। তবে তাদের সঙ্গে কৃত কোনো চুক্তি ভঙ্গ করে তা করা যাবে না। কারণ, হারবি কাফেরের সম্পদ চুক্তি ভঙ্গ ছাড়া যে কোনো উপায়ে গ্রহণ করাই জায়েয। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

اغزوا باسم الله في سبيل الله، قاتلوا من كفر بالله، اغزوا ولا تغلوا، ولا تغدروا، ولا تمثلوا، ولا تقتلوا وليدا -صحيح مسلم (1731)

‘তোমরা আল্লাহর নামে আল্লাহর পথে যুদ্ধ করো। যারা আল্লাহর সাথে কুফরি করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমরা যুদ্ধ করো, তবে গনিমতের সম্পদ আত্মসাৎ করো না, চুক্তি ভঙ্গ করো না, লাশ বিকৃত করো না এবং শিশুদের হত্যা করো না। -সহীহ মুসলিম: ২৮৪২

-আরও দেখুন সহীহ বুখারী: ৪/৪৮; আলহেদায়া: ৩/৬৫; মাবসূতে সারাখসি: ১০/৭৪; মুনতাদাল আসইলাহ, প্রশ্ন নং ৮৬৮; ৭০৭২; ১০৮৯; ২২৬৩; ২৬৯৯

‫ আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৪-০২-১৪৪৩ হি.

২২-০৯-২০২১ ইং

আরও পড়ুনঃ মিডিয়া কর্মীদের উপার্জন কী হালাল, না হারাম?

Related Articles

Back to top button