মোহরে ফাতেমীর পরিমাণ কত?
পিডিএফ ডাউনলোড করুন
প্রশ্ন:
মোহরে ফাতেমীর পরিমাণ কত? জানালে উপকৃত হবো।
প্রশ্নকারী- খালিদ
উত্তর:
মোহরে ফাতেমীর পরিমাণ পাঁচশত দিরহাম তথা ১৩১.২৫ ভরি বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপা। কোনো কোনো আলেমের মতে অবশ্য ১৫০ ভরি রূপা। বিস্তারিত জানতে ৩১ নং ফতোয়াটি দেখুন। (বর্তমান সময়ে বিবাহের ক্ষেত্রে মোহরে ফাতেমী কত টাকা?)
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৬-০৭-১৪৪২ হি.
১৯-০২-২০২১ ইং