সিয়াম:

প্রশিক্ষণের সময় রোযা ভাঙ্গলে কি কাফফারা আসবে?

প্রশিক্ষণের সময় রোযা ভাঙ্গলে কি কাফফারা আসবে?

প্রশিক্ষণের সময় রোযা ভাঙ্গলে কি কাফফারা আসবে?

প্রশিক্ষণের সময় রোযা ভাঙ্গলে কি কাফফারা আসবে?

প্রশ্ন:

আমার পরিচিত এক ভাই মিলিটারি একাডেমিতে ছিলেন। তিনি জানিয়েছেন যে, একবার প্রশিক্ষণের সময় কষ্ট সহ্য করতে না পেরে রোযা ভেঙ্গে ফেলেছিলেন। তার প্রবল ধারণা, শুধু একদিনই এমন হয়েছিল। এখন তিনি জানতে চাচ্ছেন যে, এটি কি ওজর হিসেবে ধরা হবে? না, ইচ্ছাকৃতভাবে রোযা ভেঙ্গে ফেলা ধরা হবে এবং কাফফারা দিতে হবে?

-আবদুল হাদী

উত্তর:

بسم الله الرحمن الرحيم

الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد:

যদি বাস্তবেই ভীষণ কষ্টে নিপতিত হয়ে রোযা ভেঙ্গে থাকেন, তাহলে সেটা ওজর বলে বিবেচিত হবে। তাই তাকে সে রোযার শুধু কাযা করলেই চলবে; কাফফারা আদায় করতে হবে না। -বাদায়েউস সানায়ে, দারুল কুতুবিল ইলমিয়াহ: ২/৯৪; রদ্দুল মুহতার, দারুল ফিকর: ২/৪২০-৪২১

فقط، والله تعالى أعلم بالصواب.

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০২-১১-১৪৪৫ হি.

১০-০৫-২০২৪ ঈ.

Related Articles

Back to top button