ইজারা ও চাকরি:ফাতওয়া  নং  ৬০৬

তাগুতি বাহিনীতে ডাক্তার হিসেবে চাকরির বিধান

প্রশ্ন: তাগুত সরকারের অধীনে পরিচালিত সামরিক বাহিনীতে ডাক্তার হিসেবে চাকরি করার হুকুম কী?

মুহাম্মাদ মেহরাব হাসান

উত্তর: না তাগুতের সামরিক বাহিনীর ডাক্তার হিসেবে চাকরি করাও জায়েয নয়। তাগুত বাহিনীর ডাক্তারও মুহারিব এবং উক্ত বাহিনীর অংশ। -সূরা মায়েদা: ২; জামে তিরমিযী: ১২৯৫; মুজামে আওসাত লিত-তাবরানী: ২৯৪৪; মাবসূতে সারাখসী: ১৪/৮ (দারুল মারেফা); বাদায়েউস সানায়ে: ৭/১০২ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); মিরকাতুল মাফাতীহ: ৫/১৯০২ (দারুল ফিকর)

والله تعالى أعلم بالصواب

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৩-০৪-১৪৪৭ হি.
১৬-১০-২০২৫

Related Articles

Back to top button