ব্যাংক থেকে প্রদত্ত ২% প্রণোদনা কি সূদ হবে?
পিডিএফ ডাউনলোড করুন
প্রশ্ন:
বিদেশ থেকে টাকা আসলে ব্যাংক থেকে ২% প্রণোদনা দেয়। সেটা কি নেওয়া হালাল হবে?
প্রশ্নকারী-আবু দুজানা
প্রশ্ন:
বর্তমানে বাংলাদেশে বিদেশ থেকে ব্যংকে টাকা পাঠানোর জন্য সরকার একটি অফার দিচ্ছে। আর সেটা হলো বিদেশ থেকে কেউ এক লাখ টাকা পাঠালে তাকে দুই পার্সেন্ট ইনসেনটিভ দিবে। মানে এক লাখ টাকায় দুই হাজার টাকা দিবে। এখন প্রশ্ন হচ্ছে এ টাকাটা কি সুদ হবে?
প্রশ্নকারী-সাইফুল্লাহ
উত্তর:
উক্ত টাকা নেয়া হালাল। তা সুদ নয়। এ বিষয়ে নিম্নোক্ত লিংক থেকে ৬৪ নং ফতোয়াটি দেখুন, [ব্যাংক থেকে প্রদত্ত প্রতি লাখে অতিরিক্ত দু’হাজার টাকা কি বৈধ?]
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৯-০৬-১৪৪২ হি.
১২-০২-২০২১ ইং