হালাল-হারাম:ফাতওয়া  নং  ৫৯৮

মোবাইল সার্ভিসিংয়ের পেশা গ্রহণ করার বিধান

প্রশ্ন: আমরা জানি, টেলিভিশন দেখা যেমন হারাম, সার্ভিসিং করাও হারাম। বর্তমানে মোবাইল দিয়েও হারাম ও অশ্লীল অনেক কিছু দেখা হয়ে থাকে, তাই মোবাইল সার্ভিসিং করা কি হারাম হবে?

মুহাম্মাদ উমর

উত্তর: মোবাইল আর টিভির বিধান এক নয়। মোবাইল সার্ভিসিং করা জায়েয। বিস্তারিত জানার জন্য দেখুন:
ফতোয়া নং ৯৮ লিংক:

টিভি বা এ জাতীয় পণ্যের বিক্রয়লব্ধ অর্থের ব্যাপারে করণীয় কী?

ফতোয়া নং ৫১৬ লিংক:

মোবাইল বিক্রির বিধান

والله تعالى أعلم بالصواب

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২০-০৪-১৪৪৭ হি.
১৩-১০-২০২৫

Related Articles

Back to top button