সরকারি সকল চাকরিই কি হারাম?
পিডিএফ ডাউনলোড করুন
প্রশ্নঃ
সরকারি সকল চাকরিই কি হারাম?
প্রশ্নকারী- আব্দুল্লাহ আল রায়হান
উত্তর:
بسم الله الرحمن الرحيم
সরকারি চাকরিসমূহ তিন ভাগে বিভক্ত: ১. এমন চাকরি যেখানে সরকারের কুফরি কাজে অংশগ্রহণ বা সহযোগিতা করতে হয়। এ ধরনের চাকরি করা কুফরি, যা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ২. এমন চাকরি যেখানে কুফরি কাজ না করা লাগলেও হারাম কাজে অংশগ্রহণ বা সহযোগিতা করতে হয়, এমন চাকরি করা হারাম। ৩. এমন চাকরি যেখানে কুফরি এবং হারাম কোনো কাজই করতে হয় না বরং কাজটি মৌলিকভাবে জায়েয। তাগুত সরকারের অধীনে এমন চাকরি থেকেও যথাসম্ভব বিরত থাকাই উত্তম; যদি চাকরির কারণে কোনো নাজায়েয কাজ করতে না হয়। বিস্তারিত জানতে ‘সরকারি চাকরি করা কি বৈধ?’ প্রবন্ধটি এবং নিচের দু’টি ফতোয়া দেখুন:
ফাতওয়া নং ১২ সরকারী বেতন হালাল কি?
ফাতওয়া নং ১০৬ ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কুরআন শিক্ষা প্রকল্পে চাকরি করার হুকুম কি?
فقط، والله أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৪-০৪-১৪৪২ হি.
১০-১২-২০২০ ইং