সরকার প্রদত্ত বয়স্ক ও বিধবা ভাতা কি নেয়া যাবে?
পিডিএফ ডাউনলোড করুন
প্রশ্ন:
সরকার যে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা দেয় তা নেওয়া জায়েজ আছে কি?
প্রশ্নকারী-আব্দুল্লাহ
উত্তর:
তাগুত সরকারের দেয়া ভাতা নেয়া এবং খাওয়া জায়েয। কারণ, হারবিদের সম্পদ ধোঁকা ও চুক্তি ভঙ্গ ব্যতীত অন্য যে কোনো পন্থায় হাসিল হয়, সেই সম্পদ মুসলমানদের জন্য ভোগ করা জায়েয। তাই সরকারের দেয়া ভাতা নিতে কোনো সমস্যা নেই।
হেদায়া কিতাবে বলা হয়েছে,
… مالهم مباح في دارهم فبأي طريق أخذه المسلم أخذ مالا مباحا إذا لم يكن فيه غدر -الهداية 3/ 65، دار احياء التراث العربي – بيروت – لبنان.
“দারূল হারবে কাফেরদের সম্পদ মুবাহ (বৈধ)। মুসলিম যে কোনো পন্থায় তা গ্রহণ করবে, সে হালাল সম্পদই গ্রহণ করবে; যদি তাতে কোন ধোঁকা ও চুক্তিভঙ্গ না থাকে।”-হেদায়া, ৩/৬৫ – আরও দেখুন: রদ্দুল মুহতার ৪/১৬৯, দারুল ফিকর; আলবাহরুর রায়িক ৬/১৪৭, দারুল কিতাবিল ইসলামী।
তবে ভাতা গ্রহণের বিনিময়ে যদি তাগুতের প্রভাবের বলয়ে আটকা পড়তে হয় কিংবা নিজের আদর্শ বিসর্জন দিতে হয়, তাহলে তা গ্রহণ করা যাবে না।
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি
০৭-০১-১৪৪২ হি.
২৭-০৮-২০২০ ইং