হালাল-হারাম:ফাতওয়া  নং  ১৩৪

সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা গ্রহণ করার হুকুম কী?

সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা গ্রহণ করার হুকুম কী?

সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা গ্রহণ করার হুকুম কী?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্নঃ

বর্তমানে বিভিন্ন সময় স্কুল-কলেজে গরীব ছাত্র-ছাত্রীদেরকে উপবৃত্তির টাকা দেয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে, এ টাকা গ্রহণ করা কি জায়েজ হবে? দালিলসহ জানালে উপকৃত হবো।

প্রশ্নকারী-মো: ওমর ফারুক

 

উত্তর: 

بسم الله الرحمن الرحيم

জী, গরীব ধনী সকল ছাত্র ছাত্রীর জন্যই উপবৃত্তির অর্থ গ্রহণ করা বৈধ। বিস্তারিত জানতে দেখুন:

১. সরকারী ত্রাণ নেয়া যাবে কি?

২. সরকারী বেতন হালাল কি?

 

উল্লেখ্য, বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন রকম কুফরি শিক্ষা, নারী পুরুষের সংমিশ্রণসহ রাষ্ট্রীয় ও জাতীয় বিভিন্ন বিজাতীয় দিবস ইত্যাদিতে যোগ দিতে হয় এবং সেগুলোতে বিভিন্ন নাজায়েয কাজেও যুক্ত হতে হয়। সুতরাং এসব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই এসব কুফরি বিষয় পড়া এবং অন্যান্য নাজায়েয কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করুন। আমীন।

فقط، والله أعلم بالصواب

 

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৩-০৫-১৪৪২ হি.

১৯-১২-২০২০ ইং

Related Articles

Back to top button