প্রশ্ন:
আমরা জানি, আসরের নামাযের পর কোনো ধরনের নফল নামায পড়া যায় না। কেউ আসরের পর তাওয়াফ করলে তাওয়াফের দুই রাকাত তখনই আদায় করতে পারবে কি না? শুনেছি, তাওয়াফের নামায নাকি বিলম্ব করা ঠিক নয়।
আমি একদিন তাওয়াফ শেষ করে মাগরিবের আগেই দুই রাকাত শুরু করি, নামাযে থাকতেই মাগরিবের আযান হয়ে যায়। আমার নামাযটি কি হয়েছে? আমি অবশ্য পরবর্তীতে পড়ে নিয়েছি।
-মুহাম্মাদ মারূফ
উত্তর:
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما، أما بعد!
নামাযের মাকরূহ ও নিষিদ্ধ ওয়াক্তেও তাওয়াফ করা জায়েয। সুতরাং আসরের পর বা সূর্যাস্তের সময় তাওয়াফ করতে সমস্যা নেই। তবে আসরের পর তাওয়াফ করলেও সূর্যাস্তের পূর্বে তাওয়াফ পরবর্তী দুই রাকাত সালাত আদায় করা যাবে না। এক্ষেত্রে তাওয়াফের নামায মাগরিবের ফরয আদায়ের পর সুন্নতের আগে পড়ে নিবেন। মাকরূহ ও নিষিদ্ধ ওয়াক্ত থেকে বাঁচার জন্য তাওয়াফের সালাতে এতটুকু বিলম্ব করতে সমস্যা নেই; বরং জরুরি।
ভুলবশত মাগরিবের আগে শুরু করলে স্মরণ হওয়া মাত্র নামায ছেড়ে দিতে হবে। অবশ্য কেউ যদি সূর্যাস্ত আরম্ভ হওয়ার পূর্বে পড়ে ফেলে, তাহলে নামায হয়ে যাবে, তবে তা পুনরায় আদায় করা উত্তম। পক্ষান্তরে সূর্যাস্তের সময় আদায় করলে নামায সহীহ হবে না; বরং তা পুনরায় আদায় করা জরুরি। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামাযটি সহীহ হয়নি। তাই পরবর্তীতে পড়ে নেয়া ঠিক হয়েছে। -মুআত্তা মুহাম্মাদ (আল-মাকতাবাতুল ইলমিয়্যাহ): ১৬১-১৬২; রদ্দুল মুহতার (দারুল ফিকর): ২/৪৭০ ও ৪৯৯; জাওয়াহেরুল ফিকহ (যাকারিয়া): ৪/১২০
فقط، والله تعالى أعلم بالصواب.
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৫-০৫-১৪৪৬ হি.
২৮-১১-২০২৪ ঈ.