বর্তমান সময়ে বাড়িতে জুমআ সহিহ হবে কিনা?
পিডিএফ ডাউনলোড করুন
প্রশ্ন:
বর্তমান সময়ে বাড়িতে জুমআ সহিহ হবে কিনা? দারুল কুফর বা ইসলাম হলে কোন প্রতিবন্ধকতা আছে কি? বিস্তারিত জানতে চাই
আব্দুল্লাহ আযযাম
উত্তর:
জুমআ সহীহ হওয়ার জন্য মসজিদ শর্ত নয়, বাড়িতে পড়লেও হয়ে যাবে। তবে মসজিদের হক হিসেবে মসজিদেই পড়া উচিৎ। একইভাবে জুমআহ সহীহ হওয়ার জন্য দারুল ইসলামও শর্ত নয়; বরং দারুল হারবেও জুমআহ সহীহ। বর্তমান পরিস্থিতিতে যেহেতু মসজিদের উপর নিষেধাজ্ঞা চলছে তাই ঘরে, উঠানে, রাস্তায় বা মাঠে যেখানে সম্ভব জুমআহ পড়ে নেবে। ইমামের সাথে অন্তত তিনজন বালেগ পুরুষ মুক্তাদি থাকতে হবে। আশপাশের লোকজনকে জানিয়ে দেবে যে, এখানে জুমআহ হচ্ছে, যাতে যারা শরীক হতে চায় শরীক হতে পারে।
فقط. والله تعالى اعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি
২রা শাওয়াল, ১৪৪১ হি.
২৬ মার্চ, ২০২০ ঈ.