বিবিধফাতওয়া  নং  ৬২

ধুমপান করার হুকুম কী?

ধুমপান করার হুকুম কী?

ধুমপান করার হুকুম কী?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

ধুমপান বা সিগারেট খাওয়া হালাল, না হারাম? দলিলসহ জানালে কৃতজ্ঞ হবো।

প্রশ্নকারী- আসিফ

উত্তর:

بسم الله الرحمن الرحيم

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد:

ধুমপান বা
সিগারেট খাওয়া নাজায়েয। এতে আর্থিক অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যগত ক্ষতিও নিশ্চিত। এভাবে নিজের জান-মালের ক্ষতি করা গুনাহ। আল্লাহ তায়ালা বলেন,

وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ. -سورة الاعراف: 157

‘তাদের জন্য উত্তম বস্তুরাজি হালাল করেন এবং অনুত্তম বস্তুগুলো হারাম করেন।’ –সুরা আরাফ (০৭): ১৫৭

এ আয়াতের তাফসিরে হাফেজ ইবনে কাসির রহ. বলেন,

وقال بعض العلماء: كل ما أحل الله تعالى، فهو طيب نافع في البدن والدين، وكل ما حرمه، فهو خبيث ضار في البدن والدين. اهـــ -تفسير ابن كثير: 3/488 ط. دار طيب 

‘কতক আলেম বলেন, আল্লাহ যা হালাল করেছেন তা ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী ও দ্বীনের জন্য সহায়ক। আর যা হারাম করেছেন তা মন্দ, স্বাস্থ্যের জন্য ও দ্বীনের জন্য ক্ষতিকর।’ –তাফসিরে ইবনে কাসির: ৩/৪৮৮

অধিকন্তু ধুমপায়ীর মুখের দুর্গন্ধে অন্যের কষ্ট হয়, যা পৃথক একটি গুনাহ। তাই ধুমপান থেকে বিরত থাকা আবশ্যক। আরও দেখুন, আদ্দুররুল মুখতার, দারুল ফিকর: ৬/৪৬১, ফাতাওয়াল লাজনাতি দায়িমাহ: ২২/১৮৭, ফতোয়া নং ১৯১৪

فقط.والله أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৪-১১-১৪৪১ হি.

১৬-০৭-২০২০ ইং

আরো পড়ূন
সিগারেট, পান, তামাক, গুল ইত্যাদি খাওয়া ও বিক্রি করার হুকুম কী?

Related Articles

Back to top button