প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে কী করণীয়?
পিডিএফ ডাউনলোড করুন
প্রশ্ন:
কেউ ফরয নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বে?
প্রশ্নকারী- রফিকুল ইসলাম
উত্তর:
بسم الله الرحمن الرحيم
ফরয নামাযের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে, দ্বিতীয় রাকাতেও সূরা নাস পড়া উচিত। তবে ইচ্ছাকৃত ভাবে ফরযের উভয় রাকাতে একই সূরা পড়া অনুত্তম। -আততাজনীস ১/৪৬৭; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৪০; রদ্দুল মুহতার ১/৫৪৬, তাতারখানিয়া: ২/৬৮
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (গুফিরা লাহু)
২৮-১২-১৪৪১ হি.
১৯-০৮-২০২০ ইং