সিয়াম:ফাতওয়া  নং  ১০৩

হাঁপানি রোগী কি রোযা রেখে ইনহেলার ব্যবহার করতে পারবে?

হাঁপানি রোগী কি রোযা রেখে ইনহেলার ব্যবহার করতে পারবে?

হাঁপানি রোগী কি রোযা রেখে ইনহেলার ব্যবহার করতে পারবে?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

১) রোযা রেখে হাঁপানি রোগীরা কি ইনহেলার নিতে পারবে?

প্রশ্ন:

২) হার্টের অসুখে জিহবার নিচে Nitrosol spray নিলে কি রোযার ক্ষতি হবে?

প্রশ্নকারী- হানযালা

 

উত্তর:

بسم الله الرحمن الرحيم

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد:

১. রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে না। করলে রোযা ভেঙ্গে যাবে। উক্ত রোযা পরে কাযা করতে হবে; কাফফারা দিতে হবে না।

২. Nitrosol spray  যদি গলার ভিতরে ঢুকে যায়, তাহলে রোযা ভেঙ্গে যাবে। আর যদি জিহবার নিচে স্প্রে করার পর থুথুর মাধ্যমে তা ফেলে দেওয়া হয়, তাহলে রোজা ভাঙ্গবে না।

-রদ্দুল মুহতার: ২/৩৯৫, ফতোয়া জামেয়া ইসলামিয়া বিন্নুরি টাউন করাচি, ফতোয়া নং 144109200309, 144109201704

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি উফিয়া আনহু

২২-০১-১৪৪২ হি.

১১-০৯-২০২০

আরো পড়ূন
রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে কি রোজা ভেঙ্গে যায়?

Related Articles

Back to top button