এক খাতের মান্নত কি অন্য খাতে ব্যয় করা যাবে?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
অনেক লোক কোরআন মাজীদ সদকা করার মান্নত করে ওই পরিমাণ টাকা সদকা করে দেয়ার জন্য আমার কাছে রেখে যান। আমার জানার বিষয় হল, আমি যদি ওই টাকা বিশেষ সদকা ফান্ডে কিংবা জিহাদি ফান্ডে দিয়ে দেই তাহলে কি তা জায়েয হবে?
প্রশ্নকারী-আবু মুহাম্মদ
উত্তর:
بسم الله الرحمن الرحيم
الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد:
মান্নতকারী তার দেওয়া টাকা যেখানে খরচ করার জন্য আপনাকে দিয়েছেন, আপনার জন্য তা সেখানেই খরচ করা জরুরি। তার অনুমতি ছাড়া অন্যত্র দেওয়া জায়েয নয়। সুতরাং তিনি যদি তা জিহাদি ফান্ডে দেয়ার অনুমতি দেন, তাহলে জিহাদি ফান্ডে দিতে পারবেন; অন্যথায় নয়। তবে জিহাদি ফান্ডে দিলে অবশ্যই বলে দিতে হবে, এগুলো মান্নতের অর্থ। যাতে তারা উক্ত টাকা মান্নতের খাতে ব্যয় করতে পারেন। কারণ মান্নতের টাকা নির্দিষ্ট খাত ছাড়া যে কোনো কাজে ব্যয় করার অনুমতি নেই।
উল্লেখ্য, মান্নতাকারী কোথাও কিছু দেওয়ার মান্নত করলে তার নিজের জন্য তা সেখানেই দেওয়া জরুরি নয়; অন্যত্রও দিতে পারবে। একইভাবে কুরআন মাজীদ সদকার করার নিয়ত করে থাকলে কুরআন মাজীদ সদকা করাই জরুরি নয়, সে পরিমাণ টাকাও দিতে পারবে।
এ ব্যাপারে আপনি নিচের ফতোয়াটি দেখুন-
ফতোয়া নং ১৪৪: দ্বীনের যে কোনো কাজে ব্যয় করার উদ্দেশ্যে প্রদত্ত সাদাকা কি জিহাদের কাজে ব্যয় করা যাবে?
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
১৯-০৯-১৪৪২ হি.
০২-০৫-২০২১ ঈ.