এক খাতের সাদাকার অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
এক খাতের সাদাকার অর্থ কি অন্য খাতে ব্যয় করা জায়েয আছে? যেমন, মসজিদ বা মাদ্রাসা ফান্ডের টাকা জিহাদে ব্যয় করা।
প্রশ্নকারী-তানভির
উত্তর:
بسم الله الرحمن الرحيم
এক খাতের সাদাকার অর্থ অন্য খাতে ব্যয় করা জায়েয নেই। যে খাতে দান করা হয়েছে, সে খাতেই ব্যয় করতে হবে। সুতরাং মসজিদ-মাদরাসার টাকা জিহাদে ব্যয় করা জায়েয হবে না। এ বিষয়ে আরও জানার জন্য সাইটে প্রকাশিত ১৪৪ ও ১৬৪ নং ফাতওয়া দু’টি দেখুন। লিংক:
ফাতওয়া নং ১৪৪- দ্বীনের যে কোনো কাজে ব্যয় করার উদ্দেশ্যে প্রদত্ত সাদাকা কি জিহাদের কাজে ব্যয় করা যাবে?
ফাতওয়া নং ১৬৪- যে কোনো দ্বীনী কাজের কথা বলে কি জিহাদের জন্য সদকা সংগ্রহ করা যাবে?
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০২-০২-১৪৪৩ হি.
১০-০৯-২০২১ ইং