জন্মদিন পালন করার হুকুম কী?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্নঃ
জন্মদিন পালন করার হুকুম কী?
-আহমাদ
উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
জন্মদিন পালন করা জায়েয নয়; বরং তা বিজাতিদের সংস্কৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
من تشبه بقوم فهو منهم. سنن أبي داود (6/ 144 رقم الحديث: 4031 دار الرسالة العالمية الطبعة: الأولى، 1430 هـ وحسنه الحافظ في الفتح (10/271 ط. دار المعرفة(
“যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত।” -সুনানে আবু দাউদ: ৬/১৪৪ হাদীস নং: ৪০৩১ (দারুল রিসালাতিল আলামিয়্যাহ)।
সুতরাং এসব অনুষ্ঠান থেকে বিরত থাকতে হবে।
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
১৭-৭-৪৪
০৯-২-২৩
আরও পড়ুনঃ নাজায়েয পদ্ধতিতে চুল কেটে দেওয়ার বিধান