জিহাদ-কিতাল:ফাতওয়া  নং  ৬১৭

মুহারিবের পরিচয় ও হুকুম

প্রশ্ন: মুহারাবা ও মুহারিবের অর্থ কী? এবং ইসলামে এর হুকুম কী?
-আবু আব্দুল্লাহ সাদিক

উত্তর: মুহারাবা অর্থ—বিরোধিতা করা, যুদ্ধ করা। মুহারিব অর্থ—যোদ্ধা। ফিকহের পরিভাষায় মুহারিব—প্রত্যেক এমন কাফেরকে বলা হয়, যার সঙ্গে মুসলিমদের কোনো প্রকার আমান ও নিরাপত্তা কিংবা যুদ্ধবিরতির চুক্তি নেই। আর একারণে যেকোনো সময় তার সঙ্গে যুদ্ধের অবকাশ থাকে। -শরহুস সিয়ারিল কাবীর: ২/১০০ (ইলমিয়্যাহ); আহকামু আহলিয যিম্মাহ: ২/৮৭৩ (রামাদি লিন-নাশর); আল-মাওসূআতুল ফিকহিয়্যাহ: ৭/১০৪

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৩-০৭-১৪৪৭ হি.
২৪-১২-২০২৫ ঈ.

Related Articles

Back to top button