শিরক-বিদআত:ফাতওয়া  নং  ৩০

পশু-পাখি বিপদ-আপদ সম্পর্কে বুঝতে পারে – কুরআন হাদিস এই বিষয়ে কি বলে?

পশু-পাখি বিপদ-আপদ সম্পর্কে বুঝতে পারে – কুরআন হাদিস এই বিষয়ে কি বলে?

পশু-পাখি বিপদ-আপদ সম্পর্কে বুঝতে পারে - কুরআন হাদিস এই বিষয়ে কি বলে?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

এই যে বিভিন্ন বিপদ-আপদ হয়, এই সমস্ত বিপদ-আপদের পূর্বে কি পশু-পাখি বিপদ-আপদ সম্পর্কে বুঝতে পারে? এই যেমন ধরেন কেউ মারা যাওয়ার আগে কাক উড়া উড়ি করা। কুরআন হাদিসের আলোকে এই বিষয়ে জানার ছিল।

রাশেদ হাসান

উত্তর

بسم الله الرحمن الرحيم

الحمدلله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أمابعد.

এগুলো আমাদের সমাজে প্রচলিত জাহেলি আকিদা-বিশ্বাস ও কুসংস্কারের অংশ। যেমন মনে করা হয়, হুতোম প্যাঁচা দেখলে বিপদ হবে। কানা-কুয়া পাখি যে বাড়ির উপর বসে ডাকবে, সে বাড়ির কারো বিপদ হবে। অথচ পাখির ডাকের সঙ্গে বিপদের কোনো সম্পর্ক নেই। বিপদ দেয়ার মালিক আল্লাহ, দূর করার মালিকও আল্লাহ। সুতরাং পাখির ডাক বা ওড়াওড়িকে বিপদের সংকেত মনে করা যাবেনা। পশু-পাখি কারো জন্ম বা মৃত্যুর জ্ঞান রাখে বা বিপদ-আপদ সম্পর্কে আগেই জানতে পারে, এমন বিশ্বাস ও রাখা যাবেনা। এগুলো সবই গায়েবের বিষয়। আল্লাহ ছাড়া এসবের ইলম কারো কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

« لاَ عَدْو‘ى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ »-صحيح البخاري: 5757

“রোগ-ব্যাধি (তার নিজস্ব ক্ষমতায়) একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমিত হয়না। কুলক্ষণ বলতে কিছু নেই। প্যাঁচার ডাক বা সফর মাসেও কোনো কুলক্ষণ নেই।” -সহিহ বুখারি: ৫৭৫৭।

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,

قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ ۚ- سورة النمل: 65

“বলে দাও আসমান ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেনা।” –সূরা নামল: ৬৫

فقط. والله تعالى اعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

১৩ ই শাওয়াল, ১৪৪১ হি.

৬ ই জুন, ২০২০ ইং

এক নজরে সকল ফাতওয়া

Back to top button