প্রশ্ন: ভালো নিয়তে হারাম কোনো কিছু শিখা জায়েয হবে কি? যেমন, মানুষের ছবি আঁকা শিখা!
মুহাম্মাদ আকতাব
উত্তর: না ভালো নিয়তেও হারাম কাজ শেখা জায়েয নয়। -ইহইয়াউ উলূমিদ্দীন: ৪/৩৬৮ (দারুল মারেফা); ইতহাফুস সাদাতিল মুত্তাকীন: ১৩/৩৭ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); আল-আশবাহ ওয়ান নাযাইর: পৃ: ৩২৮; আদ্দুররুল মুখতার (রদ্দুল মুহতার সহ): ১/৪৩
والله تعالى أعلم بالصواب
-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৩-০৪-১৪৪৭ হি.
১৬-১০-২০২৫