ব্যবসা ও ক্রয় বিক্রয়:ফাতওয়া  নং  ১০৪

হুন্ডি ব্যবসার হুকুম কী?

হুন্ডি ব্যবসার হুকুম কী?

হুন্ডি ব্যবসার হুকুম কী?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

আমি কয়েকজন আলেমকে হুন্ডি ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তাঁরা বললেন, হুন্ডি ব্যবসা হারাম, শরিয়তসিদ্ধ নয়। তবে আমাদের এলাকার একজন আলেম বললেন, এটি হালাল। এখানে সঠিক কোনটি? জানানোর অনুরোধ রইল।

প্রশ্নকারী-হুমায়ূন কবির

ঠিকানা- তিতাস কুমিল্লা

উত্তর:

হানাফী মাযহাব অনুযায়ী হুন্ডি ব্যবসা মাকরুহ। হুন্ডি ব্যবসা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোন দলীল নেই। হানাফি ফুকাহায়ে কেরাম কিয়াসের ভিত্তিতে একে মাকরুহ বলেছেন। তবে (عموم بلوى) তথা ব্যাপক প্রচলনের কারণে অনেকে হাম্বলী মাযহাব অনুযায়ী এর অবকাশ দিয়েছেন। মূলত হুন্ডি ব্যবসায়ী গ্রাহকের অর্থ নিরাপদে পৌঁছে দেয়ার চার্জ ও পারিশ্রমিক হিসেবে কিছু বিনিময় নিয়ে থাকে। তাই এটাকে অনেকে মানিঅর্ডারের মতো জায়েয বলেছেন। আর সরকারী আইনে যদিও হুন্ডি নিষিদ্ধ, কিন্তু মুরতাদ সরকারের আইন মানা মুসলমানদের জন্য আবশ্যক নয়। বিশেষ করে যে আইনের উদ্দেশ্যই হল, মুসলমানদের কষ্টার্জিত সম্পদ ইনকাম ট্যাক্সের নামে অন্যায়ভাবে আত্মসাৎ করা। -ইমদাদুল ফাতাওয়া, ৩/১৪৫, ফিকহুল বুয়ু’, ২/৭৫২-৭৫৬ মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, ৪/৫২০ কিতাবুন নাওয়াজেল, ১২/৪০৪

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২২-০১-১৪৪২ হি.

১১-০৯-২০২০

আরো পড়ূন
হুন্ডি ব্যবসা কি হালাল?

Related Articles

Back to top button