সুদি ব্যাংকের চাকরি এবং তা থেকে প্রাপ্ত বেতন কী বৈধ?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
বর্তমানে যারা সুদি ব্যাংকে চাকরি করে, তাদের বেতনের টাকা কি বৈধ হবে?
প্রশ্নকারী-আশরাফ
উত্তর:
بسم الله الرحمن الرحيم
الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد:
সুদি ব্যাংকে চাকরি করা হারাম। এবং তা থেকে প্রাপ্ত বেতনও হারাম।
বিস্তারিত জানার জন্য নিচের ফতোয়া দুটি দেখুন:
১. “ব্যাংকে পিয়ন পদে চাকরি করার হুকুম কী?”
২.“ব্যাংক কর্মকর্তার দেওয়া কোনো কিছু গ্রহণ করা কি বৈধ হবে?”
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০২-০১-১৪৪৩ হি.
১২-০৮-২০২১ ইং