জিহাদ-কিতাল:ফাতওয়া  নং  ৫৯০

বর্তমানে কোনটি অগ্রগণ্য—উমরা, না জিহাদ?

প্রশ্ন: স্ত্রী উমরায় যেতে চায়। সে এ উদ্দেশ্যে টাকা জমানোর জন্য বলছে। কিন্তু আমি ভাবছি—উমরাহর জন্য টাকা জমাবো? না জিহাদের পথে দান করে দেব? বর্তমান পরিস্থিতে নারীদের জন্য উমরা করা কি জরুরি? নাকি জিহাদের খাতে সাদাকা করাই বেশি গুরুত্বপূর্ণ?

-মুহাম্মদ যাকারিয়া

উত্তর: বর্তমান পরিস্থিতে উমরার চেয়ে জিহাদে ব্যয় করা গুরুত্বপূর্ণ। তাছাড়া উমরা এমনিতেও ফরয বা ওয়াজিব নয়; বরং সামর্থ্য থাকলে সুন্নতে মুআক্কাদা। তথাপিও কেউ সামর্থ্য অনুযায়ী জিহাদের পথে খরচ করে যদি উমরা করার সামর্থ্যও অর্জন করতে পারে, উমরা করতে সমস্যা নেই। চাই তিনি নারী হোন বা পুরুষ। উমরা এবং হারামাইন শরীফাইনের যিয়ারাহও অনেক সাওয়াব ও সৌভাগ্যের ইবাদত। সুযোগ থাকলে সবারই এমন সৌভাগ্য অর্জনের চেষ্টা করা কাম্য। -রদ্দুল মুহতার: ২/৬২১, হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর: ১/৫৫৯, গমযু উয়ুনিল বাসায়ের: ২/৮৩; আল বাহরুর রায়েক: ৫৪৩; ফাতাওয়া লাজানায়ে দায়িমা: ১১/৩২৮

আরো দেখুন ফাতওয়া নং ২৭৭: হজের অর্থ জিহাদে খরচ করলে কি দায়মুক্ত হওয়া যাবে?

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৭-০১-১৪৪৭ হি.
০৩-০৭-২০২৫ ঈ.

Related Articles

Back to top button