ইমামের সঙ্গে এক রাকাত পেলে বাকি নামায আদায়ের পদ্ধতি কী?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্নঃ
আমি চার রাকাত বিশিষ্ট নামাযে ইমামের সঙ্গে মাত্র এক রাকাত পেয়েছি। এ অবস্থায় ইমামের সালাম ফিরানোর পর বাকি নামায কীভাবে আদায় করবো? এক রাকাত পড়েই বৈঠক করবো? না, দুই রাকাত পড়ে?
-মুহাম্মাদ সুমন
উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
আপনি ইমামের সঙ্গে এক রাকাত পেলে, ইমামের সালামের পর দাঁড়িয়ে সূরা ফাতেহা ও কেরাতসহ এক রাকাত পড়ে প্রথম বৈঠক করবেন। তার পরের রাকাতে সূরা ফাতেহা ও কেরাতসহ এবং এর পরের রাকাতে শুধু সূরা ফাতেহা পড়ে শেষ বৈঠক করবেন। এভাবে আপনার মোট বৈঠক হবে তিনটি।-আল-বাহরুর রায়েক: ১/৪০২ (দারুল কিতাবিল ইসলামী); ফাতহুল কাদীর: ১/৩৯১ (দারুল ফিকর); আল-ফাতাওয়াল হিন্দিয়া: ১/৯১ (দারুল ফিকর); দুরারুল হুক্কাম: ১/৯৩ (দারু ইহয়াউল কুতুব); রদ্দুল মুহতার: ১/৫৯৬ (দারুল ফিকর)
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদি (উফিয়া আনহু)
৩০-০৪-১৪৪৫ হি.
১৫-১১-২০২৩ ঈ.
আরও পড়ুনঃ মুজাহিদের জন্য কি নামাযে উদাসীনতা দেখানোর সুযোগ আছে?