রমযানের বাইরে অন্য কোনো মাসে মসজিদে ইতেকাফ করার শরয়ী বিধান কী?
পিডিএফ ডাউনলোড করুন
প্রশ্ন
বিষয়: রমযান ব্যতীত ইতেকাফ
রমযানের বাইরে অন্য কোনো মাসে মসজিদে ইতেকাফ করার শরয়ী বিধান কী?
বিভিন্ন মাজহাবের ফতোয়া কী এই ব্যাপারে?
মুহাম্মাদ আতাউস সামাদ
উত্তর:
بسم الله الرحمن الرحيم
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
চার মাজহাব মতেই রমযানের বাইরে অন্য যে কোনো মাসে মাসজিদে ইতেকাফ করা জায়েয এবং তা নফল ইতেকাফ হিসেবে গণ্য হয়। আপনি যখন যতটুকু সময় ইতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করবেন, ততটুকুই ইতেকাফ হিসেবে গণ্য হবে। তবে ইমাম মালেক রহ. এর মতে নফল ইতেকাফের জন্যও রোযা শর্ত। সুতরাং তাঁর দৃষ্টিতে বছরের যে দিনসমূহে রোযা রাখা নিষিদ্ধ, তাতে ইতেকাফ করা যায় না। -আদ্দুরুল মুখতার: ২/৪৪২; শরহুল মুহাযযাব: ৬/৪৮৯; আলকাফি: ১/৩৫২; আলইসতিযকার: ৩/৩৮৫; আলমুগনি: ৩/১৮৮
فقط. والله تعالى اعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
৭ রমযানুল মুবারাক, ১৪৪১ হি.
১ লা মে, ২০২০ ঈ.