বিবিধফাতওয়া  নং  ২৭০

মোবাইলে কুরআন তিলাওয়াত শুনলে কি সাওয়াব হবে?

মোবাইলে কুরআন তিলাওয়াত শুনলে কি সাওয়াব হবে?

মোবাইলে কুরআন তিলাওয়াত শুনলে কি সাওয়াব হবে?প্রশ্ন:

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

একবার এক মাওলানা সাহেবের কাছে জানতে চাইলাম, মোবাইলে গান শুনলে কি গুনাহ হবে? তিনি বললেন, জী, গুনাহ হবে। তখন বললাম, কুরআন তিলাওয়াত শুনলে কি সাওয়াব হবে? তিনি কোনো উত্তর দেননি। এখন মুহতারামের কাছে জানতে চাই, মোবাইলে কুরআন তিলাওয়াত শুনলে কি কোনো সাওয়াব হবে না? দলীল সহ জানালে উপকৃত হবো।

প্রশ্নকারী- আব্দুল্লাহ

উত্তর:

রেকর্ডের তিলাওয়াত শুনলে একদমই সাওয়াব হবে না, এমনটি নয়; বরং রেকর্ডের তিলাওয়াত শোনাও এক প্রকার সাওয়াব ও বরকতের কারণ। তবে শরীয়তের পরিভাষায় তিলাওয়াত হওয়ার জন্য মানুষের যবানে হওয়া জরুরী। পক্ষান্তরে মানুষের তিলাওয়াতের প্রতিধ্বনি, তিলাওয়াতের ধারণকৃত রেকর্ড কিংবা পাখিকে শেখানো বুলি ইত্যাদিকে যদিও আমরা সাধারণভাবে তিলাওয়াত বলি, কিন্তু শরীয়তের পরিভাষায় এগুলো তিলাওয়াত নয়। একারণে উলামায়ে কেরাম বলেছেন, এগুলোর উপর তিলাওয়াতের বিধান আরোপিত হবে না এবং মানুষের যবান থেকে তিলাওয়াত শুনলে যে সাওয়াব হবে, রেকর্ড থেকে শুনলে সেরকম সাওয়াব হবে না। ঠিক যেমন আযানের রেকর্ড চালালে আযানের সুন্নত আদায় হবে না এবং শরীয়তে আযানের যে সাওয়াব নির্ধারিত সে সাওয়াব পাওয়া যাবে না। -ফাতাওয়াল লাজনাতিদ দায়েমাহ: ২ (৩/১০৫); জাওয়াহিরুল ফিকহ: ৭/৪৫৪-৪৫৫; আপকে মাসায়েল আওর উনকা হাল: ৩/২২৮

সকল ফাতওয়া দেখুন-

এক নজরে সকল ফাতওয়া

فقط، والله تعالى أعلم بالصواب.

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৮-০১-১৪৪৪ হি.

০৭-০৮-২০২২ ঈ.

Related Articles

Back to top button