জিহাদ-কিতাল:ফাতওয়া  নং  ৩৬৩

বন্দী বিনিময়ের বিধান

বন্দী বিনিময়ের বিধান

বন্দী বিনিময়ের বিধান

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

 

প্রশ্নঃ

তাগুত বাহিনীর কোনও সদস্যকে গ্রেফতার করে তার বিনিময়ে তাদের হাতে থাকা কোনও নিরপরাধ মুসলিম বন্দীকে মুক্ত করা কি জায়েয হবে?

-আবদুল মুকীত

উত্তরঃ

بسم الله الرحمن الرحيم

এটি শুধু জায়েযই নয়; অনেক বড় নেক কাজও বটে। বরং কারও সামর্থ্য থাকলে তার ওপর অর্পিত শরঈ ওয়াজিব দায়িত্ব। তবে এজন্য অবশ্যই বিজ্ঞ আলেম ও মুজাহিদদের পরামর্শ কাম্য। যাতে কোনও ভুলের কারণে মুসলিমদের উপকারের চেয়ে ক্ষতি বেশি না হয়ে যায়।-সহীহ বুখারী: ৪/৬৮ হাদীস নং: ৩০৪৬, (দারু তওকিন নাজাহ); ফাতহুল বারী: ৬/১৬৭ (দারুল ফিকর); উমদাতুল কারী: ১৪/২৯৪, (দারু ইহয়াইত তুরাস আল-আরাবী); ফয়যুল বারী: ৪/২৩৮, (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); জামিউত তিরমিযী: ৩/১৮৭, (দারুল গারবিল ইসলামী); শরহুস সিয়ারিল কাবীর, পৃ: ১৫৭৮, (আশ-শারিকাতুশ শারকিয়্যাহ); ফাতহুল কাদীর: ৫/৪৭৪, (দারুল ফিকর); রদ্দুল মুহতার: ৪/১৩৯, (দারুল ফিকর); আল-মাওসূওআতুল ফিকহিয়্যাহ: ৩২/৬২, (ওযারাতুল আওকাফ, কুয়েত); আল-মুগনী: ৯/২২১, (মাকতাবাতুল কাহেরা)

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৭-৭-৪৪

০৯-২-২৩

আরও পড়ুনঃকিতালের জন্য কি পিতা-মাতার অনুমতি জরুরি?

Related Articles

Back to top button