মান্নত, কসম, কাফফারাফাতওয়া  নং  458

এক মাদরাসার মান্নত অন্য মাদরাসায় দেওয়ার বিধান

এক মাদরাসার মান্নত অন্য মাদরাসায় দেওয়ার বিধান

এক মাদরাসার মান্নত অন্য মাদরাসায় দেওয়ার বিধান

এক মাদরাসার মান্নত অন্য মাদরাসায় দেওয়ার বিধান

প্রশ্ন:

এক মাদরাসার নামে মান্নত করলে তা কি অন্য মাদরাসায় দেওয়া যাবে?

আবদুল হক

উত্তর:

হ্যাঁ, এক মাদরাসার নামে মান্নত করলে তা অন্য মাদরাসায় দেওয়া যাবে। এতে মান্নত আদায় হয়ে যাবে। -সুনানে আবু দাউদ: ৫/১৯৩ হাদীস নং: ৩৩০৫, (দারুর রিসালাতিল আলামিয়্যাহ); রদ্দুল মুহতার: ৩/৭৪০, ৭৪২ (দারুল ফিকির); আল-হাভীল কুদসী: ১/৫৪১ (দারুন নাওয়াদির); আল-মুহীতুল বুরহানী: ২/৩১৬ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); দুরারুল হুক্কাম ফি গুরারিল আহকাম: ২/৪৩ (দারু ইহয়ায়িল কুতুবিল আরাবিয়্যাহ); মাজমাউল আনহুর: ১/৫৪৮ (দারু ইহয়ায়িত তুরাসিল আরাবিয়্যাহ); বাদায়েউস সানায়ে: ৬/৩৪৯ (দারুল হাদীস); আহসানুল ফাতাওয়া: ৫/৪৮০ (আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ)

তবে উত্তম হলো যে মাদরাসার নামে মান্নত করা হয়েছে, সে মাদরাসাতেই প্রদান করা। -খিযানাতুল আকমাল: ২/১১০ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); ফাতাওয়া তাতারখানিয়া: ৬/২৮৫-২৮৬ (যাকারিয়্যা বুক ডিপু); ফাতাওয়া কাসিমিয়্যাহ: ১৭/৭৮, ৮৫ (আশরাফি বুক ডিপু)

এছাড়া মান্নতকারী যদি মান্নতের অর্থ কিংবা বস্তু নির্দিষ্ট কোনো মাদরাসায় দেওয়ার জন্য কাউকে উকিল বানায়, তাহলে উকিল সে মাদরাসায় না দিয়ে অন্য মাদরাসায় দিতে পারবে না। অন্য মাদরাসায় দিতে হলে দাতার অনুমতি নিতে হবে। -রদ্দুল মুহতার: ২/২৬৯ (দারুল ফিকর, বৈরুত)

দেখুন ফাতওয়া নং ১৭৬ এক খাতের মান্নত কি অন্য খাতে ব্যয় করা যাবে?

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৩-০৯-১৪৪৫ হি.

২৪-০৩-২০২৪ ঈ.

 

Related Articles

Back to top button