বিবিধফাতওয়া  নং  ৪৮১

মৃতদেহের কতটুকু পাওয়া গেলে তার জানাযার নামায পড়তে হয়?

মৃতদেহের কতটুকু পাওয়া গেলে তার জানাযার নামায পড়তে হয়?

মৃতদেহের কতটুকু পাওয়া গেলে তার জানাযার নামায পড়তে হয়?

মৃতদেহের কতটুকু পাওয়া গেলে তার জানাযার নামায পড়তে হয়?

প্রশ্ন:

মৃতদেহের কতটুকু পাওয়া গেলে তাকে গোসল দেওয়া, জানাযার নামায পড়া ও সুন্নত তরীকায় কাফন-দাফন ইত্যাদি করতে হয়?

-আব্দুল কাদির

উত্তর:

بسم الله الرحمن الرحيم

যদি মৃতদেহের মাথাসহ অর্ধেক পাওয়া যায় বা মাথাছাড়া অর্ধেকের বেশি পাওয়া যায় তাহলে জানাযা পড়বে, গোসল দেবে এবং সুন্নত তরীকায় কাফন-দাফন করবে। মাথা ছাড়া অর্ধেক বা মাথাসহ অর্ধেকের কম পাওয়া গেলে কিংবা শুধু মাথা বা হাত-পা পাওয়া গেলে এর গোসল, জানাযা কিছুই দেবে না। বরং একটি পবিত্র কাপড়ে মুড়িয়ে দাফন করে দিবে। -শরহুস সিয়ারিল কাবীর: ১/২৩৭ (আশ-শারিকাতুশ শারকিয়্যাহ); হালবাতুল মুজাল্লী: ২/৬০৮ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); আল-ফাতাওয়াত তাতারখানিয়া: ৩/৮৬ (যাকারিয়্যা); আল-মাবসুত: ২/৫৪ (দারুল মারেফা); রদ্দুল মুহতার: ২/১৯৯, ২/২০৫ (দারুল ফিকর); খিযানাতুল আকমাল: ১/৭৫ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); আল-বাহরুর রায়েক: ২/১৮৭ (দারুল কিতাবিল ইসলামী); আল-মাওসুআতুল ফিকহিয়্যাহ: ৩৯/৪২২ (ওয়াযারাতুল আওকাফ, কুয়েত); বাদায়েউস সানায়ে: ১/৩০২ (দারুল কুতুব); আল-মুহীতুল বুরহানী: ২/২০২ (দারুল কুতুব); আল-ফাতাওয়াল হিন্দিয়া: ১/১৫৯ (দারুল ফিকর); হাশিয়াতুত তহতাভী, পৃ: ৫৭৫ (দারুল কুতুব); আল-ফাতাওয়াস সিরাজিয়াহ, পৃ: ১৩৪ (মাকতাবাতুল বুশরা); মাওয়াহিবুর রহমান, পৃ: ২৭৯ (কিতাব নাশিরূন); আল-হাভীল কুদসী: ১/২৬১ (দারুন নাওয়াদের)

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০১-০১-১৪৪৫ হি.

০৮-০৭-২০২৪ ঈ.

আরও পড়ুনঃ মৃত্যু যন্ত্রণা বিষয়ক দুটি হাদীসের সমন্বয় সাধন

Related Articles

Back to top button