বিবিধফাতওয়া  নং  ৫৫২

সরকারি ভাতা গ্রহণের বিধান

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন : ১

আমার স্ত্রী গর্ভবতী। একজন আমাকে সরকারি কার্ড করার জন্য বলছে। কার্ড করলে নাকি সরকারি ভাতা পাওয়া যাবে। আমার জানার বিষয় হলো, এই টাকা কি নেওয়া যাবে?

-আব্দুল্লাহ

 প্রশ্ন : ২

বর্তমানে গর্ভবতী মহিলা ও শিশুর পাঁচ বছর বয়স পর্যন্ত সরকারি কার্ড করা হয়, এরপর কিছু টাকা দেওয়া হয়। আমার জানার বিষয় হলো, আমাদের জন্য এই টাকা নেওয়া বৈধ হবে কি?

-মুনীরা

উত্তর:

সরকার তাগুত-মুরতাদ হলেও তার থেকে বিভিন্ন ভাতা কিংবা রেশন গ্রহণ করতে কোনো সমস্যা নেই। তবে তা গ্রহণের বিনিময়ে যদি তাগুতের প্রভাবের বলয়ে আটকা পড়তে হয় অথবা নিজের আদর্শ বিসর্জন দিতে হয়, তাহলে তা গ্রহণ করা যাবে না।

এ ব্যাপারে আরো জানতে দেখুন,

ফাতওয়া: ৩৩- সরকারি ত্রাণ নেয়া যাবে কি?

ফাতওয়া: ৯৬- সরকার প্রদত্ত বয়স্ক ও বিধবা ভাতা কি নেয়া যাবে?

ফাতওয়া: ১৮৩- তাগুত সরকারের দেওয়া উপবৃত্তির টাকা গ্রহণ করা কি জায়েয হবে?

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি উফিয়া আনহু

২৩-১০-১৪৪৬ হি.

২২-০৪-২০২৫ ইং

Related Articles

Back to top button