সালাতফাতওয়া  নং  ৪২৩

ইমামের সঙ্গে এক রাকাত পেলে বাকি নামায আদায়ের পদ্ধতি কী?

ইমামের সঙ্গে এক রাকাত পেলে বাকি নামায আদায়ের পদ্ধতি কী?

ইমামের সঙ্গে এক রাকাত পেলে বাকি নামায আদায়ের পদ্ধতি কী?

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

 

প্রশ্নঃ

আমি চার রাকাত বিশিষ্ট নামাযে ইমামের সঙ্গে মাত্র এক রাকাত পেয়েছি। এ অবস্থায় ইমামের সালাম ফিরানোর পর বাকি নামায কীভাবে আদায় করবো? এক রাকাত পড়েই বৈঠক করবো? না, দুই রাকাত পড়ে?

-মুহাম্মাদ সুমন

উত্তরঃ  

بسم الله الرحمن الرحيم

আপনি ইমামের সঙ্গে এক রাকাত পেলে, ইমামের সালামের পর দাঁড়িয়ে সূরা ফাতেহা ও কেরাতসহ এক রাকাত পড়ে প্রথম বৈঠক করবেন। তার পরের রাকাতে সূরা ফাতেহা ও কেরাতসহ এবং এর পরের রাকাতে শুধু সূরা ফাতেহা পড়ে শেষ বৈঠক করবেন। এভাবে আপনার মোট বৈঠক হবে তিনটি।-আল-বাহরুর রায়েক: ১/৪০২ (দারুল কিতাবিল ইসলামী); ফাতহুল কাদীর: ১/৩৯১ (দারুল ফিকর); আল-ফাতাওয়াল হিন্দিয়া: ১/৯১ (দারুল ফিকর); দুরারুল হুক্কাম: ১/৯৩ (দারু ইহয়াউল কুতুব); রদ্দুল মুহতার: ১/৫৯৬ (দারুল ফিকর)

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদি (উফিয়া আনহু)

৩০-০৪-১৪৪৫ হি.

১৫-১১-২০২৩ ঈ.

আরও পড়ুনঃ মুজাহিদের জন্য কি নামাযে উদাসীনতা দেখানোর সুযোগ আছে?

Related Articles

Back to top button