ঈদের নামায স্থানীয়ভাবে আদায় করবো? না সৌদির সঙ্গে মিলিয়ে?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্নঃ
ঈদের নামায কি সৌদির সঙ্গে মিলিয়ে আদায় করবো? না, আমাদের দেশের সাথে মিলিয়ে? দলীলসহ সবিস্তারে জানালে অনেক উপকৃত হবো।
-মুহিববুল্লাহ
উত্তরঃ
ঈদের নামায, রোযা, ও কুরবানীর মতো ইসলামের সম্মিলিত যে বিধানগুলো আরবী মাসের তথা চাঁদের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো অবশ্যই আমাদের দেশের মুসলিমদের সঙ্গে মিলে করতে হবে। সৌদি আরবের সঙ্গে নয়। বিস্তারিত জানার জন্য দেখুন:
ফাতওয়া নং ৩৭৭ রোযা ও ঈদ, আঞ্চলিকভাবে করবো, না আন্তর্জাতিকভাবে?
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদি (উফিয়া আনহু)
৩০-০৪-১৪৪৫ হি.
১৫-১১-২০২৩ ঈ.