জিহাদ-কিতাল:

বর্তমানে বাংলাদেশে কি জিহাদ ফরজ?

বর্তমানে বাংলাদেশে কি জিহাদ ফরজ?

বর্তমানে বাংলাদেশে কি জিহাদ ফরজ?, fatwaa

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

বর্তমান সময়ে বাংলাদেশের মুসলমানদের উপর কি জিহাদ ফরজ? যদি ফরজ হয়ে থাকে তাহলে কুরআন হাদিসের দলিলসহ জানতে চাই।

প্রশ্নকারী- মুহাম্মদ মুমিনুল ইনলাম

 

উত্তরঃ

বর্তমানে বিভিন্ন কারণে জিহাদ ফরযে আইন। তার মধ্যে একটি বড় কারণ হলো, সমগ্র বিশ্বেই এখন মুসলিমরা আক্রান্ত। কোথাও তাদের ভূমি কাফেরদের দখলে, কোথাও তাদের ভাই বোন কাফেরদের কারাগারে, কোথাও প্রতিনিয়ত সামরিক আক্রমণ চলমান। এ অবস্থায় প্রথমে আক্রান্তদের উপর শত্রুকে প্রতিহত করার জন্য জিহাদ ফরযে আইন হয়ে যায়। তারা তাতে সক্ষম না হলে বা না করলে পর্যায়ক্রমে সমগ্র বিশ্বের সকল মুসলিমের উপর তা ফরযে আইন হয়ে যায়।  জিহাদ ফরজ হওয়ার পর যদি শত্রুর মোকবেলা করার সক্ষমতা থাকে, তাহলে অবশ্যই তাৎক্ষণিক বের হয়ে শত্রুর মোকাবেলা করা ফরজ। আর সামর্থ্য না থাকলে সামর্থ্য অর্জন করা ফরয।

উল্লেখ্য, জিহাদ মানেই না জেনে না বুঝে যখন তখন যেখানে সেখানে এলোপাতাড়ি কিছু আক্রমণ করে দেয়া নয়। এজন্য অবশ্যই সুনির্দিষ্ট মাসআলা মাসায়েল আছে, শরীয়াহ’র সুনির্দিষ্ট নীতিমালা আছে। জিহাদের জন্য প্রথমে জিহাদের প্রয়োজনীয় ইলম অর্জন করতে হবে। তারপর শরীয়াহ ও সমর বিশেষজ্ঞদের নির্দেশনা ও তত্ত্বাবধানে শরীয়াহ’র নীতিমালা অনুসারে জিহাদের কাজ আঞ্জাম দিতে হবে।

আরও জানার জন্য নিচের ফতোয়াগুলো দেখুন-

ফাতোয়া নং-১১৮. বর্তমানে কি জিহাদ ফরজে আইন?

ফাতোয়া নং-১১৩. জিহাদ কখন ফরজে আইন হয়?

ফতোয়া নং-২৩৩. জিহাদের মুখাতাব কি শুধুই শাসকশ্রেণি?

ফতোয়া নং-৩৮. জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার হুকুম কী?

فقط، والله تعالى أعلم بالصواب.

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৬-০৭-১৪৪৩ হি.

০৮-০২-২০২২ ঈ.

Related Articles

Back to top button